নিউজ ডেস্ক :
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো.আতিকুল ইসলাম বলেছেন, আগে মানুষ শুধু প্রাকৃতিক দুযোর্গের শিকার হতো। এখন প্রাকৃতিক দুর্যোগের চেয়ে মানব সৃষ্ট র্দুযোগে মানুষ বেশী মারা যাচ্ছে। এটি এখন ভয়াবহ রুপ নিয়েছে। তিনি আরও বলেন, সীতাকুন্ডের ভয়াবহ দুর্ঘটনায় থেকে আমাদের শিক্ষা নিয়ে নতুন পরিকল্পনা ও নতুন কৌশলে কাজ করতে হবে।
সোমবার বিকেলে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক প্রশিক্ষন সভায় প্রধান অতিথির বক্তব্যে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক মো.আতিকুল ইসলাম এ কথা বলেন।
পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেনের সভাপতিত্বে প্রশিক্ষনে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আফরোজা আক্তার, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খান প্রমুখ।
Leave a Reply