এস,এম,নুর
পিরোজপুর প্রতিনিধি:-
চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় পিরোজপুরে দোয়া ও মিলাদ মাহফিল করেছে পিরোজপুর পৌর আওয়ামীলীগের। সোমবার দুপুরে শহরের টাউন ক্লাব মিলনায়তনে পিরোজপুর পৌর আওয়ামীলীগের আয়োজনে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী। পৌর আওয়ামীলীগের সভাপতি সাদউল্লাহ্ লিটনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম মিরনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি আরিফ হোসেন মনু, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলাল, পৌর কাউন্সিলর সরদার জিয়াউল হাসান টিপু সহ আরো অনেকে।
পরে চট্টগ্রামের সীতাকুন্ডে অগ্নিকান্ডের ঘটনায় নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা জাহিদ হোসেন।
পিরোজপুর প্রতিনিধি
০৬ -০৬-২২