আব্দুল মজিদ মল্লিক, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি -নওগাঁর আত্রাই থানাপুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৩ জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেপ্তার করেছে। সোমবার মধ্যরাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এসময় ৩ জন মাদক কারবারীর নিকট থেকে হেরোইন,গাঁজা ও এ্যাম্পুল উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার আদালতে প্রেরণ করা হয়েছে।
থানাপুলিশ জানায়,মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুনছুর রহমান ওরফে মুন্টু সাহা (৬০) কে এক গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার করা হয়। মুন্টু উপজেলার কাসুন্দা গ্রামের মৃত হেতুন শাহার ছেলে।
একই সময় সাহেবগঞ্জ কাঁচা বাজার এলাকা থেকে মামুন হোসেন (৩০) কে ১৫পিস এ্যাম্পুলসহ গ্রেপ্তার করা হয়। মামুন ভরতেতুলিয়া গ্রামের সোলাইমান আলীর ছেলে।এছাড়া দুপুরে বলরামচক গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের শফির উদ্দীনের ছেলে তাহের প্রামানিক(৪৮)কে ১০০গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার করা হয়।
অপর দিকে আদালতের দেয়া গ্রেফতারী পরোয়ানা মূলে সোমবার মধ্য রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করা হয়। এসময় উপজেলার রায়পুর গ্রামে অভিযান চালিয়ে ওই গ্রামের অখিল,সুমন ,জফির ,
ইয়াকুর,সাজ্জাদ হোসেন,ছলিম উদ্দীন,লাকী আক্তার এবং সাহেবগঞ্জ বাজার এলাকা থেকে মুন্নি বেগম,জলি খাতুন,নিহার বেগম,মমতাজ বিবি ও পোয়াতা গ্রামের মানিক হোসেন এবং ভরতেতুলিয়া গ্রামের জীবন হোসেনকে গ্রেপ্তার করা হয়।
আত্রাই থানার ওসি আবুল কালাম আজাদ বলেন,সোববার মধ্য রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত উপজেলা জুরে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় ৩ জন মাদক কারবারীসহ ১৬জনকে গ্রেপ্তার করা হয়েছে। মাদক কারবারীদের বিরুদ্ধে মাদক মামলা রুজু করে গ্রেপ্তারকৃতদের আদালতে প্রেরণ করা হয়েছে।#
আব্দুল মজিদ মল্লিক
আত্রাই উপজেলা প্রতিনিধি,
০৭/০৬/২২