প্রতিবেদনঃ শিমুল মাহমুদ
জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)।তথ্য মতে মূল গণনার কাজ শুরু হবে ১৫ই জুন এবং শেষ হবে ২১ শে জুন।তবে,জনশুমারি শুরু হওয়ার আগে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের চার ( ৪-৭) দিন প্রশিক্ষণ দেওয়া হয়।অনুসন্ধানে দেখা যায় ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশন এর আওতাধীন ৪২ নং ওয়ার্ডের জন্য নিয়োগ দেয়া হয় ৭২ জন অস্থায়ী কর্মকর্তা।অস্থায়ী কর্মকর্তা রুবেল বলেন,আমরা চার দিনের প্রশিক্ষণ নিয়েছি।আমরা সঠিক ভাবে দায়িত্ব পালন করবো।প্রতিটি বাসায় বাসায় গিয়ে সঠিক তথ্য সংগ্রহ করবো।বাংলাদেশে পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এর ৪২ নং ওয়ার্ডে দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম বলেন,শুমারিতে প্রথমবারের মতো মাল্টিমোড (মোবাইল অ্যাপ,ওয়েব অ্যাপ,পিচ অ্যান্ড ড্রপ,পেপার বেজড,কল সেন্টার ইত্যাদি) পদ্ধতিতে সংগ্রহ করা হবে।এ শুমারিতে প্রথম বারের মতো বাংলাদেশে অবস্থানরত নাগরিক ও বিদেশে অবস্থানরত,ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের ও গণনা করা হবে।তিনি আরও বলেন,আমাদের যে ২০৪১ সালের ভিষন তা বাস্তবায়ন করতে হলে আমাদের সঠিক তথ্য নিশ্চিত করতে হবে।আমরা সেই লক্ষ্য নিয়ে কাজ করছি।প্রতিটি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছি তারা যে সঠিক ও নির্ভুল ভাবে কাজ করে।