নিজস্ব প্রতিবেদক :
পাবনার সাঁথিয়া উপজেলার ১ নং নাগডেমড়া ইউপি চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজকে হত্যা মামলায় আসামী ও গ্রেফতার করার প্রতিবাদে তার স্ত্রী মিতু খাতুন সংবাদ সম্মেলন করেছেন।
মঙ্গলবার দুপুরে সাঁথিয়া প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এ সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে চেয়ারম্যানের স্ত্রী মিতু খাতুন লিখিত বক্তেব্যে বলেন, তার স্বামীকে ষড়যন্ত্রমূলকভাবে প্রতিপক্ষরা মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়েছেন।
তিনি অভিযোগে আরও বলেন, এ হত্যাকান্ডে প্রতিপক্ষ একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের খ অঞ্চলের সাধারণ সম্পাদক হারুণ অর রশিদ ও তার ভাই জুয়েল পরিকল্পিতভাবে হত্যাকান্ড ঘটিয়ে রাজনৈতিক এবং সামাজিকভাবে হয়রানী করার উদ্দেশ্যে তার স্বামীকে এই মামলায় আসামী করা হয়েছে।
হত্যাকান্ডের মূলরহস্য উদঘাটনের জন্য পুলিশ বুরো ইনভেষ্টিগেশন(পিবিআই)তে মামলা হস্তান্তরের দাবী জানান। মিতু খাতুন মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, জেলা প্রশাসক, পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেন। এই হত্যাকান্ডের সুষ্ঠু তদন্ত করে হত্যাকান্ডের সাথে জরিতদের গ্রেফতার করে শাস্তির দাবী করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,চেয়ারম্যান হাফিজের বাবা ইউনুস আলী মোল্লা, মামা বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, ইউপি সদস্য আব্দুস সালাম, আব্দুল কদ্দুস, সাবেক ইউপি সদস্য মানিক উদ্দিন সহ প্রায় ২ শতাধিক নারীপুরুষ ।
উল্লেখ্য গত ৪ জুন শনিবার রাত সাড়ে নয়টার দিকে সাঁথিয়া পৌরসভাধীন ছোট পুঠিপারা গ্রামের মহির উদ্দিনের ছেলে আব্দুল মতিন (৫০) নামের এক ব্যক্তিকে দূর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় সাঁথিয়া থানা পুলিশ ৫ জুন রোববার দুপুরে চেয়ারম্যান হাফিজকে নিজ বাড়ি থেকে গেফতার করে।
Leave a Reply