নজরুল ইসলাম নাজমুল
সরকারি এডওয়ার্ড কলেজ (অর্থনীতি দ্বিতীয় বর্ষ)।
দরবেশ বেশে রাজলয়ে বসিয়া ধ্যান মগ্ন থাকিলেই কৃতজ্ঞ হওয়া যায় না বাপু ।
চুপ রহ যত মিথ্যাবাদীর জাত।
তুমি মহাজ্ঞানী?
হাহা! যত মেকি
টুপি না থাকিলে ছিরিতে আগাছা-খানি
জানি হে জানি ।
আদর্শ!
হাহা! সেটা তুমি বুঁজবে কেমনে
তুমি তো ছদ্মবেশি বকলম পণ্ডিত রে ।
ওহে! পণ্ডিত তাহাকেই বলে
আদর্শ যার শিরায় শিরায় চলে ।
তুমি কৃতঘ্ন
বড়ই কৃতঘ্ন
অন্তরে দেখাস প্রভুর ভয়
রাখিস রোজা হররোজ
ভিখারি দেখিলে তাড়িয়ে দাও
যেথায় লাভ সেথায় যাও
যত সুবিধাবাদির দল
প্রয়োজনে স্মরণ কর
প্রয়োজন ফুরালে তাড়িয়ে দাও
যত ভণ্ডের দল ।
মাথায় টুপি মুখে দাড়ি
তবু মুখে চলে গালি ।
তুমি সর্বেশর্মা!
হাহা! মেকি তোমার সবি
তোমাদের মত কৃতঘ্ন পশুর লাগি শুধু আফসোসই ।
দরবেশ বেশে রাজলয়ে বসিয়া
অবরে-সবরে তাসবিহ গুনিয়া
জনম করিলে পার
সে কেবল লোক দেখানো যত মিথ্যাবাদীর জাত ।
চুপ রহ
চুপ রহ
যত মিথ্যাবাদীর জাত ।
Leave a Reply