নিজস্ব প্রতিবেদক :
সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য টাঙ্গাইলের ৩ কৃতি সাংবাদিককে সংবর্ধনা পুরস্কৃত করেছে জেলা প্রশাসন।
৮ জুন (বুধবার )দুপুরে টাঙ্গাইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।ওই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদকপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা, জেলা আওয়ামী লীগের সভাপতি ও টাঙ্গাইল জেলা পরিষদ প্রশাসক, ফজলুর রহমান খান ফারুক।
মুক্তিযুদ্ধের বিষয়ে অনুসন্ধানী সংবাদ করায় দৈনিক ইত্তেফাকের গোপালপুর উপজেলা নিজস্ব সংবাদদাতা গোপালপুর প্রেসক্লাব ও উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরাম সভাপতি প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন, মানবাধিকার বিষয়ক সংবাদে বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের টাঙ্গাইল প্রতিনিধি, দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা প্রতিনিধি, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি, ও মানবাধিকার নেতা এডভোকেট আতাউর রহমান আজাদ এবং মুক্তিযোদ্ধা হিসেবে দৈনিক সমকাল পত্রিকার মির্জাপুর প্রতিনিধি দুর্লভ বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে সম্মানিত করার পাশাপাশি তাদের হাতে সম্মাননা স্মারক ও প্রাইজবন্ড তুলে দিয়ে পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ড. মো. আতাউল গনি। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জয়ব্রত পাল, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আশরাফুজ্জামান স্মৃতি, টাঙ্গাইল প্রেসক্লাব সভাপতি ও দৈনিক “মজলুমের কন্ঠ” সম্পাদক, এডভোকেট জাফর আহমেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা’সহ জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও বিভিন্ন ইলেক্ট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ ।
প্রবীণ সাংবাদিক জয়নাল আবেদীন, এডভোকেট আতাউর রহমান আজাদ, দুর্লভ বিশ্বাসকে সম্মাননা ও পুরস্কৃত করায় টাঙ্গাইল জেলা প্রশাসনের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে তিন কৃতি সাংবাদিককেও অভিনন্দন জানিয়েছেন, রূপায়ণ বাংলা সম্পাদক, রশিদ আহাম্মদ আব্বাসী।