নিউজ ডেস্ক :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে প্রেমে ব্যর্থ হয়ে বিষপানে এক কলেজশিক্ষার্থী আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
বুধবার দুপুরে উপজেলার হাইজাদী ইউনিয়নের ছোট শালমদী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত কলেজছাত্র ওই গ্রামের শামসুল হকের ছেলে শাহাদাত হোসেন (১৭)। সে স্থানীয় সুলতানসাদী স্কুল অ্যান্ড কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী।
পুলিশ প্রাথমিকভাবে ধারনা করছে, প্রেম সংক্রান্ত ঘটনায় সে বিষপান করে আত্মহত্যার পথ বেছে নেয়।
পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার দুপুরে শাহাদাত কীটনাশক জাতীয় ওষুধ সেবন করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন প্রথমে তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা নেয়ার পথে শাহাদাতের মৃত্যু হয়। প্রেমিকা প্রেম প্রত্যাহার করায় সে বিষ পান করে বলে জানা যায়।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। অভিযোগ পেলে এ ব্যপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply