এস আর,সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধিঃ
রাজশাহীতে বাথরুমের মধ্যে খাবার হোটেলের রান্না সামগ্রী রাখা ও ফ্রিজে কাঁচা মাংসের সঙ্গে ভাত সংরক্ষণের দায়ে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৮ জুন) দুপুরে নগরীর কাদিরগঞ্জ এলাকায় ‘রাজশাহীর কালাই হাউজ’ নামক খাবার হোটেলে অভিযান চালিয়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ এই জরিমানা আদায় করেন
অপরদিকে, ২৫ কেজি চালের বস্তায় প্রতিটিতে ৩০০ গ্রাম করে কম থাকায় শাহ আলম লাইফ এজেন্সিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এটি নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ বলেন, অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে খাবার সংরক্ষণসহ বাথরুমের মধ্যে রান্না সামগ্রী রাখায় রাজশাহী কালাই হাউজের ম্যানেজার আনোয়ার হোসেন ও ওজনে কম দেওয়ায় শাহ আলম লাইভ এজেন্সির ম্যানেজার মো. হায়দার আলীকে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান চলবে।