সিংড়া উপজেলা প্রতিনিধি:
নাটোরের সিংড়ায় ৩ টি মামলায় তিনজন ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭০০০/- টাকা অর্থদন্ড করা হয়।
বুধবার (৮ জুন) সারা দিন অভিযান চালিয়ে সিংড়া উপজেলার জামতলী বাজারে লাইসেন্স বিহীন ভাবে পশু ও মৎস্য খাদ্য বিক্রয় ও মজুদ করায় পশু ও মৎস্য খাদ্য আইন ২০১০ অনুযায়ী ব্যবসায়ীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ৭০০০/- টাকা অর্থদন্ড করা হয়। সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান এর ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
সিংড়া উপজেলার জামতলী বাজারের সৌরভ ট্রেডার্স কে ৩০০০ টাকা, মহাতাব স্টোরকে ২০০০ টাকা ও মেসার্স আশা এন্টারপ্রাইজ কে ২০০০ টাকা করে মোট ৭০০০ টাকা অর্থদন্ড করা হয় ।
এসময়, সিংড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান ও উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা. মোঃ ইফতেখারুল ইসলাম উপস্থিত ছিলেন।