সায়েফিন আহমেদ ফিরোজ (ক্রিড়া প্রতিবেদক) ।
আফ্রিকা নেশনস কাপে মুখোমুখি হয় মোহাম্মদ সালাহ'র মিশর বনাম গিনি চাইরো স্টেডিয়ামে।
ইনজুরি নিয়ে খেলেছেন মোহাম্মদ সালাহ। লিভারপুল থেকে ইনজুরির কারণে খেলতে নিষেধ করা হলেও দেশের প্রতি ভালভাসায় তিনি খেলেছেন।ইনজুরি গুরুতর হওয়ায় বিশ্রামে থাকতে বলেছেন চিকিৎসক। তিনি দেশের প্রতি ভালবাসা ও যে মাটির গন্ধে ফুটবল তারকা হয়েছেন সেই মা মাটির দেশের খারাপ সময়ে নিজের ইনজুরি কে প্রশ্রয় না দিয়ে খেলে গেছেন।
গিনির বিপক্ষে গোল পেতে কষ্ট করতে হয়েছে মিশরকে।খেলার ৮৭ মিনিটে মোহাম্মাদীর এক মাত্র গোলে ১-০ তে গিনির বিপক্ষে জয় লাভ করে মিশর।৬৩% বল দখলে রেখে আফ্রিকা নেশনস কাপের বাচাই পর্বে আরেক ধাপ এগিয়ে গেল মিশর।
আগামী মৌসুমে ইনজুরির কারণে লিভারপুলের হয়ে মাঠে নামার আশংকায় আছেন জেনেও দেশের প্রতি ভালবাসায় নিজেকে রপ্ত করেছেন।