সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের ইসলামপুর উপজেলায় আর্জেন্টিনার কিংবদন্তী ফুটবলার মেসিকে ভালোবেসে কলেজ পড়ুয়া ছাত্র তাঁর নিজের ঘর আর্জেন্টিনার পতাকার রঙে রং করাসহ মেসির ছবি অংকন করে এলাকায় ব্যাপক সাড়া ফেলেছেন। তাঁর বাড়ি এখন আর্জেন্টিনা বাড়ি নামে পরিচিত লাভ করেছে।
জানাযায়, ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের চরদাদনা গ্রামের বাদশা মিয়ার ছেলে ফুটবল প্রেমি,আর্জেন্টিনা ফুটবল দলের মেসি ভক্ত শামীম মিয়া। সে সরকারি ইসলামপুর বিশ্ববিদ্যালয় কলেজে ডিগ্রি অধ্যায়নের পাশাপাশি বাড়ি সংলগ্ন রাস্তায় মনোহারি দোকানদার পাঁচ ভাই দুই বোনের মধ্যে শামীম সবার ছোট। শামীম মিয়া জানান, ছোট বেলায় ম্যারাডোনার খেলা দেখে আর্জেন্টিনার প্রেমে পড়েছেন। তার পর থেকে সে মনে প্রাণে আর্জেন্টিনা দল সর্মথন করে আসছে। চলতি বছরের নভেম্বর মাসে বিশ^কাপ ফুটবল খেলা শুরু হবে। বর্তমানে সে লিওলেন মেসির খেলা দেখে মুগ্ধ। তাই বিশ্বকাপ অনুষ্ঠিত হওয়ার পূর্বেই আর্জেন্টিনা দলকে সর্মথন দিতে মেসির ছবিসহ তাঁর নিজের ঘরটি আর্জেন্টিনা পতাকার রঙে রাঙিয়েছেন। এবার আর্জেন্টিনা দল বিশ্বকাপ জিতবে বলে প্রত্যাশা করেন তিনি।
সরেজমিনে গিয়ে দেখা যায়, চরদাদনা গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা শামীম মিয়ার নতুন টিনসেড ঘরে নিজ হাতে মেসির ছবি এঁকেছেন। এমনকি ঘরে রং করা হয়েছে আর্জেন্টিনার পতাকার আদলে। তাই এলাকার মানুষ প্রতিদিন শামীম মিয়ার বাড়িটি দেখতে ভীড় করছেন। বিষয়টি প্রথমে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক টুইটারে ছড়িয়ে পড়ে। বর্তমানে স্থানীয় এলাকাবাসীর মধ্যে শামীম মিয়াকে নিয়ে চলছে নানা গুঞ্জন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মু. তানভীর হাসান রুমান বলেন, বিশ্বকাপ ফুটবল খেলায় ব্যক্তিগতভাবে অন্য দেশকে সমর্থন করাই যায়। কিন্তু অতিরিক্ত কিছু করাটা বাঞ্ছনীয় নয়।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
৯.০৬.২২