সাব্বির আহমেদ হৃদয়
পাবনা প্রতিনিধি।
পাবনার চাটমোহরে কৃষি আবহাওয়া তথ্য উন্নতকরণ প্রকল্পের আওতায় রোভিং সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
৮ জুন বুধবার পাবনার উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চাটমোহর পাবনার আয়োজনে অনুষ্ঠিত এ রোভিং সেমিনারে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা এ এ মাসুম বিল্লাহ।
এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা পারভীন, চাটমোহর মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সরকার শরিফ মাহমুদ সঞ্জু প্রমূখ।
চাটমোহরের বিভিন্ন ইউনিয়নের কৃষকেরা এ সেমিনারে উপস্থিত ছিলেন। সেমিনারে কৃষকদের কৃষি আবহাওয়া তথ্য সম্প্রসারণ, ফসলের বীজ রোপণ, উৎপাদন, খরা, অতিবৃষ্টি, সময় উপযোগী ফসল চাষসহ বিভিন্ন বিষয়ে অবহিত করা হয়।