সাহিদ বাদশা বাবু , লালমনিরহাট ::
ভারতের বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (সা.)-কে কটূক্তির প্রতিবাদে লালমনিরহাটে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে লালমনিরহাট জেলার সকল ধর্মপ্রাণ মুসলমানরা।
শুক্রবার (১০ জুন) বাদ জুম্মা “বাংলাদেশ ইসলামী আন্দোলনের ব্যানারে র্যালি বের করে রেলওয়ে মুক্তমন্চ থেকে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণের পর মিশন মোড়ে এসে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ করে।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখার সভাপতি মোঃ এব্রাহিম হোসেন খান, সাধারন সম্পাদক মাওলানা মোখছেদুর রহমান সহ ইসলামি আন্দোলনের অনান্য নেতৃবৃন্দ।
এ-সময় বক্তারা বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব হযরত মোহাম্মদ (সা.)। যার চরিত্রের সার্টিফিকেট প্রদান করেছেন স্বয়ং আল্লাহ তায়ালা। যদি রাসূল (সা.) নিয়ে কোনো কটূক্তি করা হয় তাহলে দুনিয়ার মুসলমানরা ঘরে বসে থাকবে না।
তারা আরো বলেন, কটূক্তিকারী দুই নেতা সরাসরি বিজেপি সরকারের প্রতিনিধিত্ব করে। আজকের এই বিক্ষোভ সমাবেশ থেকে আমরা বলে দিতে চাই কটূক্তিকারী দুই নেতাকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতে হবে।
মানববন্ধনে আসা মুসলমানরা বলেন, বিশ্ব মুসলমানদের হৃদয়ের স্পন্দন মহানবী (সা.) কে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য কোন মুসলমানই মেনে নিতে পারে না। এসময় তারা বাংলাদেশ সরকারের প্রতি রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবি জানান।
Leave a Reply