ইফতিয়াজ সুমনঃ সুনামগঞ্জ প্রতিনিধি
মহানবী মুহাম্মদ (স:) ও মা আয়েশা (রা:) কে নিয়ে ভারতে কুটুক্তির প্রতিবাদে সুনামগঞ্জ ইয়াম মোয়াজ্জিন পরিষদের উদ্যোগে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ জুম্মা শহরের ট্রাপিক পয়েন্টে বিশাল প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করে ইমাম মোয়াজ্জিন পরিষদের সভাপতি মাওলানা মুজিবুর রহমান। আরপিন নগর জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আব্দুল রকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন- মাওলানা আব্দুল বশির,মুফতি আব্দুল হক, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা দিলোয়ার হোসাইন, মাওলানা রফিক আহমদ, মাওলানা তৈয়বুর রহমান চৌধুরী, মাওলানা তাহের আহমদ, মাওলানো তোহা সহ বিভিন্ন পর্যায়ের উলামা মাশায়েকরা। সুনামগঞ্জ পৌর শহরের বিভিন্ন জামে মসজিদ থেকে খন্ড খন্ড বিক্ষোভ মিছিলসহকারে সমাবেশস্থলে মিলিত হয় হাজারো ধর্মপ্রাণ মুসল্লিরা। সমাবেশে বক্তারা বলেন, ভারতের মুদি সরকারের মুখপাত্র নুপুর শর্ম্মা ও নবীন কুমার জিন্দাল বিশ্বের দুইশ কোটি মানুষের নয়নের মণি মহানবী (স:) ও মা আয়েশা (রা:)কে নিয়ে কুটুক্তি করেছে তা ক্ষমার অযোগ্য। তাদের আটক করেলই চলবে না তাদেরকে দৃষ্ঠান্তমুলক শাস্তি ফাঁসি দিতে হবে এবং ভারতীয় পণ্য বর্জনের ঘোষনা দেয়া হয়। সেই সাথে বর্তমান বাংলাদেশ সরকারকে মহান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব পাশের দাবী জানানো হয়। অন্যথায় বিশ্বের ২শ কোটি মুসলমান ভারতের বিরুদ্ধে রুখে দাড়াতে বাধ্য হবেন।
Leave a Reply