মো. মিলন মোল্লা, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জের হরিরামপুরে পরিবেশ সংগঠন 'হরিরামপুর শ্যামল নিসর্গ'র আয়োজনে বৃক্ষ মেলা, আলোচনাসভা ও বৃক্ষ রোপণ কর্মসূচি উদ্ভোধন করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাবলিক লাইব্রেরির সামনে আলোচনা সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক খন্দকার হাসান মাহমুদ প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। আলোচক হিসেবে সংগঠনের উপদেষ্টা, শিক্ষক ও সাংবাদিক সাইফুদ্দিন আহম্মেদ নান্নু উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় শুভেচ্ছা বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক প্রণব পাল। হরিরামপুর শ্যামল নিসর্গ'র সভাপতি মো: ওয়াহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনাসভায় সংগঠনের উপদেষ্টা ও আইন মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব তৈবুল আজহার, যুগ্ম সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান বক্তব্য রাখেন।
বাসুদেব হালদারের সঞ্চালনায় অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টা আজহার উদ্দিন, সংগঠনের সহ সভাপতি আনন্দ সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক, সাদ্দাম হোসেন, প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে সকাল সাড়ে ছয়টায় ১০০ তাল ও খেজুর বৃক্ষ রোপণের মধ্য দিয়ে বৃক্ষরোপণ মৌসুম ২০২২ এর উদ্বোধন ও করা হয়।