নিউজ ডেস্ক :
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কবি ফররুখ আহমেদের ১০৪তম জন্ম বার্ষিকী উপলক্ষে গতকাল জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভা ও কবিতা পাঠের আসরের আয়োজন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক ।
অনুষ্ঠানের আয়োজক ছিলেন ফররুখ আহমদ গবেষণা ফাউন্ডেশন।
উক্ত অনুষ্ঠানে দেশ বরেণ্য কবি সাহিত্যিকগন জ্ঞানগর্ভ আলোচনা করেন এবং ফররুক আহমেদের স্মৃতি চারন করেন। বক্তাগন কবির বিভিন্ন লেখনি নিয়ে জ্ঞানগর্ভ আলোচনা করেন।
অনুৃষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগের সম্মানিত বিভাগীয় প্রধান বিশিষ্ট সাহিত্যিক, কলামিস্ট, গবেষক, ফররুখ আহমদ গবেষণা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক জনাব মোঃ জসিম উদ্দিন।
এবং নর্দান বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক জনাব মোঃ মোজাম্মেল হক।