নাটোর প্রতিনিধি:
নাটোরের চলনবিল অধ্যুষিত সিংড়া উপজেলায় হাঁসের বাচ্চা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন। শনিবার (১১ জুন) সকালে উপজেলার ডাহিয়া বিলে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, স্থানীয় ২ খামারি তাদের হাঁসগুলো বিলে খাওয়াতে নিয়ে যায়। খাবার খাওয়া শেষে হাসগুলো বাড়ি ফিরলে দেখা যায়, এক খামারির কয়েকটা হাঁসের বাচ্চা নিখোঁজ হয়। হাঁসের বাচ্চাগুলো অপর খামারির হাঁস ও হাঁসের বাচ্চার সঙ্গে গেছে এমন দাবি নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৪ জন আহত হন।
আহতরা হলেন- মুনছুর আলী ফকির ও তার মেয়ের জামাই এবং নজরুল ইসলামের দুই ছেলে মো. শামীম রেজা ও সামিউল রাজ।
ডাহিয়া ইউপি চেয়ারম্যান মামুন সিরাজুল মজিদ বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের প্রত্যেকের ৪০০-৫০০ হাস ও হাঁসের বাচ্চা রয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই ও একই এলাকার বাসিন্দা। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা চালাচ্ছেন বলেও জানান তিনি।
খামারি সামিউল রাজ জানিয়েছেন, কয়েকদিন আগে তার খামারের ১০-১২টি বাচ্চা মুনছুর ফকিরের খামারের বাচ্চাদের সঙ্গে মিশে গেছে। এ বিষয়ে জানতে চাইলে মুনছুর ফকির তা অস্বীকার করেন। এ নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে হাতাহাতি ও মারামারি হয়। এতে উভয়পক্ষের ৪ জন আহত হয়েছেন।
Leave a Reply