মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি; দিনাজপুরের খানসামা উপজেলায় পল্লী ইসলামী সংস্থা ও মাই ফ্রেশ ওয়াটার টেকনোলজি ব্যবস্থাপনার পরিচালক ও সমাজ সেবক এবং বাংলাদেশ আওয়ামী তথ্যপ্রযুক্তি লীগের কেন্দ্রীয় কমিটি সহ-সভাপতি লিওন চৌধুরীর নামে বৃহস্পতিবার রাতে বেহাল্লাপনা ও অশ্লীলতার অভিযোগ বিক্ষুব্ধ জনতার তোপের মুখে পুলিশে আটক লিওন চৌধুরী এসব শিরোনামে নামে বিভিন্ন পত্রপত্রিকায় সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন ভাবে যে প্রচার হয়েছে। সেই প্রেক্ষিতে মিথ্যা প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন, লিওন চৌধুরী।
এ সময় তিনি বলেন, আমার নামে গত বৃহস্পতিবার আমার নামে বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি ব্যক্তিগত ভাবে বিভিন্ন সময় মানুষকে সহযোগিতা করে থাকি। সেই সূত্রে জান্নাতুন ফেরদৌস প্রমি খানসামায় তাহার নানার বাড়ী হওয়ায় সে আমার নিকটতম আত্মীয় হইতেছেন। তাহার মাতা দীর্ঘ দিন ধরে অসুস্থ থাকার কারনে উন্নত চিকিৎসার জন্য ঢাকা স্থানান্তর করা আবশ্যক। বিধায় আমি জান্নাতুন ফেরদৌস প্রমি এর মাতাকে উন্নত চিকিৎসার জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভিআইপি কেবিনে স্থানান্তর করি ও ঢাকায় নেওয়ার জন্য আমিসহ জান্নাতুন ফেরদৌস প্রমি ঢাকায় স্থানান্তরের জন্য প্রয়োজনীয় কাপড় ও আনুসাঙ্গিক জিনিসপত্র আনার জন্য জান্নাতুন ফেরদৌস প্রমি এর বাসায় যাই। কিন্তু অত্র এলাকার কিছু অসাধু ব্যক্তি আমাকে ব্যক্তিগত ভাবে হেয় পতিপন্ন করার লক্ষ্যে একত্রিত হয়ে আমার নামে যে মিথ্যা, বানোয়াট ও ভূয়া অপবাদ দিয়ে এলাকা বাসীকে একত্রিত করেন। এমনকি জান্নাতুন ফেরদৌস প্রমি পূর্বে বাদী হয়ে দিনাজপুর নারী ও শিশু কোর্টে ৭১৭/২১ জিআর মোকদ্দমা আনায়ন করেন। সেই মামলায় সহযোগিতা করার জন্য তার মা আমাকে অনুরোধ জানায়। এমতাবস্থায় গত বৃহস্পতিবার রাত ৯.০০ ঘটিকায় আমি তার পরিবারের সঙ্গে কথা বলতে গেলে এলাকার বিভিন্ন লোকজন অহেতুক শোর গোল করে। পরিস্থিতি উত্তক্ত হওয়ায় আমি সদর থানার ওসি মোজাফ্ফর হোসেন-কে ফোনে কয়েকবার ফোন দেই এবং সঙ্গে সঙ্গে আমাকে পুলিশ ফোর্স পাঠিয়ে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। এসব হয়রানি মূলক মিথ্যা, বানোয়াট প্রপাকান্ডা তাৎক্ষনিকভাবে ছড়ানো হয়। এই মিথ্যা ও বানোয়াট প্রপাকান্ডার বিস্তরকারীদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা এই প্রপাকান্ডা ছড়িয়েছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি নিচ্ছি।
তিনি আরো বলেন, যারা আমাকে পিছন দিক থেকে টেনে ধরতে চান, তাদের সেই প্রত্যাশা কোন দিন সফল হবে না। আমি জনগণের পাশে ছিলাম, আগামীতে থাকব ইনশাআল্লাহ। এ সময় তিনি উর্দ্ধতন প্রশাসনের সহযোগিতা ও সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের বিচারের দাবি জানান। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় আছি।