এম,এন- উদ্দিন
পিরোজপুর প্রতিনিধি
১২-জুন ২০২২
পিরোজপুর জেলা তথ্য অফিসের উদ্যোগে জেলার ভান্ডারিয়া উপজেলায় -৪০ জন নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের সমন্বয়ে আজ ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক মোঃ শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে রিসোর্স পারসন হিসেবে বক্তৃতা করেন ভান্ডারিয়া উপজেলার সহকারী কমিশনার রুমানা আফরোজা, ধাওয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান টুলু, ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার আলী আজীম প্রমুখ।
এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধাওয়া ইউনিয়ন এর বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ মৃধা ও জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মোঃ গোলাম মোস্তফা শেখ।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে ভান্ডারিয়া উপজেলার নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, ইমাম, পুরোহিত, শিক্ষক, খেলোয়াড় সাংবাদিক, সমাজসেবী, এনজিও কর্মকর্তা অংশগ্রহণ করেন।
বক্তারা সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসমূহ, নারীর ক্ষমতায়ন বাল্যবিবাহ, পানিতে ডুবে শিশুমৃত্যুরোধ, ডেঙ্গু, শিশুশিক্ষা প্রভৃতি বিষয়ে সরকারের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন এবং নারী ও শিশুর অধিকার, স্বাস্থ্যরক্ষার পক্ষে ব্যাপক গণসচেতনতাসৃষ্টির ওপর জোর দেওয়া হয়ে ।
Leave a Reply