সায়েফিন আহমেদ ফিরোজ (বিশেষ প্রতিনিধি)
ময়মনসিংহের গঁফর গাওয়ের সরকারি কলেজেরর শিক্ষককে লাঞ্চিত করেছেন স্থানীয় কিছু লোকজন এবং প্রসাশন ভবনে অবরুদ্ধ করে রেখেছিলেন ১ দিনের বেশি সময়।
এর প্রতিবাদে আজ সকালে ১১ টায় সরকারি বাঙলা কলেজের প্রসাশন ভবনের সামনে শিক্ষকদের মানব বন্ধন ও কর্ম বিরতি দেন।উক্ত মানব বন্ধন এর আয়োজন করেন বিসিএস শিক্ষক সমিতি বাঙলা কলেজ।
মানব বন্ধন ও কর্ম বিরতি সভায় উপস্থিত ছিলেন সরকারি বাঙলা কলেজে অধ্যক্ষ জনাবা ড. ফেরদৌসী খাঁন এবং সহযোগী অধ্যক্ষ জনাব জাহাঙ্গীর আলম।এছাড়াও অত্র কলেজের শিক্ষকবৃন্দ।
ড. ফেরদৌসী খাঁন বক্তব্য দিতে গিয়ে বলেছেন শিক্ষকদের নিরাপত্তা চাই।গঁফর গাওয়ের ঘটনায় তীব্র নিন্দা জানিছেন।এছাড়াও সহযোগী অধ্যক্ষ জাহাঙ্গীর আলম জানিয়েছেন শিক্ষকদের নিরাপত্তা যদি না থাকে তাহলে চাঁদা বাজের বিরুদ্ধে রুখতে না পারলে শিক্ষককেরা কি শিখাবে।এছাড়া ঢাকা মহানগরের বিসিএস এর সাংগঠনিক সচিব কামরুন্নাহার জানিয়েছেন একজন বিসিএস শিক্ষক দের নিরাপত্তা না দিলে কোন শিক্ষা প্রতিষ্ঠান চলবে কি করে। আরো বক্তব্য দেন পদার্থ বিজ্ঞানের শিক্ষক লাবনী শাহ প্রমুখ সহ আরো অনেক শিক্ষক।