মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের দুই বিজেপি নেতার বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে রাজধানীর সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা।
রবিবার (১২ জুন) সকাল ১০ টার দিকে সোহরাওয়ার্দী কলেজের মূল ফটকের সামনে থেকে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন। পরে মূল ফটক থেকে লক্ষ্মীবাজার রোডের সামনে অবস্থান নিয়ে সেখান থেকে আবারও মিছিল শুরু করেন।
মিছিলে‘ভারতীয় পণ্য, বয়কট, বয়কট’, ‘বিশ্ব নবীর অপমান, সইবে নারে মুসলমান’, ‘নূপুর শর্মার বিচার চাই’-" সহ সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। সেখানে তারা ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতার বিরুদ্ধে স্লোগান দেন।
মিছিলে অংশগ্রহণকারীরা বলেন, যেকোনো ধর্মের মনিষী বা নেতারা শ্রদ্ধার পাত্র। তাদের নিয়ে অযথা কুরুচিপূর্ণ মন্তব্য অবশ্যই নিচু মানসিকতার কাজ। হযরত মুহাম্মদ (সা.) ও হযরত আয়েশা (রা.)-কে নিয়ে ভারতের বিজেপি নেত্রী যে মন্তব্য করেছেন এটি অত্যন্ত গর্হিত কাজ। আমরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একইসঙ্গে তার বিচারের দাবি করছি।
সোহরাওয়ার্দী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী শাহিনুর রহমান বলেন, ধর্ম নিয়ে রসিকতা কখনই মেনে নেয়া যায় না। ধর্ম সকলের কাছে একটি আবেগের জায়গা। আর মহানবী (সাঃ) সকল মুসলমানদের জন্য একজন আদর্শ মানব৷ তাকে অবমাননা করা মানে সমগ্র মুসলিম জাতিকে অবমাননা করা। কোনো ধর্মের বিষয়ে এ ধরনের বাড়াবাড়ি কাম্য নয়।। আমরা সাধারণ শিক্ষার্থীরা এ ধরনের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বাংলাদেশ থেকে সরকারিভাবে নিন্দা জানানোর দাবি জানিয়ে সমাবেশে অংশগ্রহণকারীরা বলেন, জাতীয় সংসদে যেন তাদের বিরুদ্ধে নিন্দা জানানো হয়। একইসঙ্গে ভারত সরকারকেও এই ঘটনায় ক্ষমা চাইতে হবে। এসময় মিছিলে অংশ গ্রহণকৃত শিক্ষার্থীরা ভারতীয় পণ্য বয়কটেরও আহ্বান জানান।
সোহরাওয়ার্দী কলেজের শহীদ মিনারের সামনে মিছিলের কর্মসূচি শেষ করা হয়।
ফারুক/সোহরাওয়ার্দী কলেজ প্রতিনিধি।