বিকাশ রায় বাবুল, নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর ডোমারে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৩ জুন) বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও তথ্য কমিশন বাংলাদেশ অবহিতকরণ সভার আয়োজন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রমিজ আলমের সভাপতিত্বে তথ্য কমিশনের হিসাব ও বাজেট শাখার সহকারী পরিচালক মো. শাহাদাৎ হোসেইন প্রজেক্টরের মাধ্যমে তথ্য অধিকার আইন প্রেজেন্টেশন করেন।
এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, বেগম রৌশন কানিজ, স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি খায়রুল আলম বাবুল, বীর মুক্তিযোদ্ধা মফিজার রহমান দুলাল, বীর মুক্তিযোদ্ধা সহিদার রহমান মানিক, পৌর প্যানেল মেয়র সেলিম রেজা, কেতকীবাড়ী ইউপি চেয়ারম্যান রশিদুল ইসলাম রোমান, অধ্যাপক করিমুল ইসলাম প্রমূখ বক্তব্য রাখেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আবু রাহাত সোহেলের সঞ্চালনায় জনঅবহিতকরণ সভায় সরকারী বেসরকারী প্রতিষ্ঠান প্রধান, শিক্ষক, ব্যবসায়ী, সাংবাদিক জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।