মোঃ জুলহাস উদ্দিন হিরো, শেরপুর জেলা প্রতিনিধি।
শেরপুরের নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউপির উপ-নির্বাচনে শেষ মুহুর্তে জমজমাট প্রচারনা চালাচ্ছেন প্রার্থীরা।
জানাগেছে- উপজেলার পোড়াগাঁও ইউপি'র ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত আসনে আগামী ১৫ জুন উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষনার পর অত্র ওয়ার্ডে ২ জন মহিলা সদস্য মনোনয়ন পত্র দাখিল করেন।
যাচাই-বাছাই ও প্রত্যাহার শেষে প্রতিক পেয়ে ২ নারী প্রার্থীর ভোট যুদ্ধ চলছে। তিনটি কেন্দ্রে অনুষ্ঠিত নির্বাচনে নারী-পুরুষ মিলে মোট ভোটার সংখ্যা ৫০৩৮ জন।
মাইক প্রতিকে হামেদা খাতুন ও সুর্যমুখী ফুল প্রতিকে সাজেদা বেগম নির্বাচনে ভোট প্রার্থনা করছেন।
উল্লেখ্য - গত ২০২১ সালের ২৮ নভেম্বর অনুষ্ঠিত ইউপি নির্বাচনে সুর্যমুখী ফুল প্রতিকের বর্তমান প্রার্থী সাজেদা বেগম মাত্র ১৭ ভোটে হেরে যান।
পোড়াগাঁও গ্রামের ভোটার , জয়গণ নেছা, বাতকুচির সোনা মিয়া ও বুরুঙ্গার সামিউল মুন্সী বলেন, আগের মহিলা মেম্বারের মৃত্যুতে এ নির্বাচনে আমরা সাজেদা আপার সুর্যমূখী ফুল মার্কায় বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করবো। সাজেদা আপা পাশ করলে জনগণের সেবা করবে, এলাকার অনেক উন্নয়ন হবে।
ভোট প্রার্থনাকালে সুর্যমূখী ফুল প্রতিকের প্রার্থী সাজেদা বেগম বলেন, কয়েক মাস আগে অনুষ্ঠিত নির্বাচনে আমার প্রতিদ্বন্দী মৃত শামসুন্নাহারের কাছে মাত্র ১৭ ভোটে পরাজিত হই। এবার জনতা যেভাবে সাড়া দিচ্ছে আমার বিশ্বাস বেশি ভোটের ব্যবধানে জয়ী হবো। আমি নির্বাচিত হলে জনগণকে বিনামুল্যে সেবা দিয়ে এলাকার উন্নয়ন মুলক কাজ করবো।
উপজেলা নির্বাচন কর্মকর্তা বিল্লাল হোসেন জানান, ওই আসনের নির্বাচিত মহিলা মেম্বার শামসুন্নাহার গত ৭ ফেব্রুয়ারি মৃত্যু বরণ করায় আসনটি শুন্য ঘোষনা করা হয়। আসছে (১৫ জুন) বুধবার উপ-নির্বাচনটি অবাধ, সুষ্ঠ ও নিরপেক্ষ ভাবে অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে নির্বাচনের সকল প্রস্তুতি নেওয়া হয়েছে।