নিউজ ডেস্ক :
৮৫ বছরের বৃদ্ধা গর্ভধারিণী মাকে খাবার না দিয়ে গোয়াল ঘরে রাখার অভিযোগে স্ত্রীসহ দুই ছেলেকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে সিংগাইর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে- সিংগাইর উপজেলার চারিগ্রাম ইউনিয়নের মধ্য চারিগ্রামের মৃত হযরত আলী ওরফে আজারী ও আয়েশা বেগমের ছেলে মো. কলম, মোস্তফা কামাল ও আরেক ছেলে চান মিয়ার স্ত্রী মর্জিনা।
রবিবার (১২ জুন) রাতে নিজ বাড়ি থেকে ছেলেদের গ্রেফতার করে তাদের মাকে গোয়াল ঘর থেকে উদ্ধার করা হয়। এ ব্যাপারে আয়েশা বেগমের কাছ থেকে ছেলে ও স্ত্রীদের বিরুদ্ধে একটি মামলা গ্রহণ করে পুলিশ।
আয়েশা বেগম মামলার এজাহারে উল্লেখ করেন, ছেলেরা তিন বেলা না দিয়ে মাত্র একবার খেতে দেয়। ক্ষুধা লাগলে আর খেতে দেয় না। পরনের কাপড় দেয় না। ওষুধপত্র কিনে দেয় না। গ্রামের লোকদের কাছে বিচার চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। এরপর থেকেই তার ঠাঁই হয় ছেলে মোস্তফা কামালের গোয়াল ঘরে।
বিষয়টি জানতে পেরে থানার ওসি সফিকুল ইসলাম মোল্যা নারী পুলিশ নিয়ে ছুটে যান মধ্য চারিগ্রামে ঐ বৃদ্ধার বাড়িতে। এ সময় বৃদ্ধাকে উদ্ধার করে এক স্ত্রী ও দুই সন্তানকে গ্রেফতার করেন তিনি। ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা করাসহ বৃদ্ধার লিখিত অভিযোগ গ্রহণ করেন এবং তার খোঁজখবর নেন।
ওসি বলেন, মাতার ভরণপোষণ নিশ্চিত না করায় এবং সহায়তা করার অপরাধে বৃদ্ধার পুত্র ও পুত্রবধূদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply