সাতক্ষীরা প্রতিনিধি, উদয় কুমার দাশ;
স্থানীয় সেবায় দলিত জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদের আয়োজনে, সাতক্ষীরা জেলা পরিষদের সভা কক্ষে সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম ।
বিকাশ কুমার দাশ, সমন্বয় সচিব বাংলাদেশ দলিত যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রতিপাদ্য বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন । তিনি স্থানীয় দলিতদের সমস্যা ও সম্ভাবনা তুলে ধরেন ।
দুলাল দাসের সঞ্চালনায় উক্ত সভায় বক্তব্য তুলে ধরেন নদী দাস, সুধা দাস, বাঁধন দাস, শিল্পী দাস, ও শ্যামনগর, কলারোয়া, আশাশুনিতে, তালা, দেবহাটা থেকে যুব সদস্যবৃন্দ ।
MJF এর সহায়তায় UKAID এর অর্থায়নে এবং দলিত সংস্থার বাস্তবায়নে উক্ত কর্মসূচিতে প্রধান অতিথি দলিতদের উন্নয়নে সরকারের উদ্যোগ সমূহ তুলে ধরেন এবং কর্মসংস্থানের জন্য কারিগরি শিক্ষা গ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন । এছাড়া তিনি দলিত পল্লীতে রাস্তা ঘাট সংস্কার, শিক্ষাবৃত্তি প্রদান এবং স্ট্যান্ডিং কমিটিতে অন্তর্ভুক্তি সহ উন্নয়ন কাজে তাদের সম্পৃক্ত করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ।
এ সময় দলিত যুব নেতৃবৃন্দ দলিতদের অধিকার প্রতিষ্ঠায় প্রধান অতিথির নিকট একটি স্মারকলিপি পেশ করেন ।