মোঃ জুলহাস উদ্দিন হিরো,শেরপুর জেলা প্রতিনিধি।
ঝিনাইগাতীতে বিদ্যুৎস্পৃষ্টে জগদীশ হাজং এর দুই গরুর মৃত্যু
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে জগদীশ হাজং নামে এক কৃষকের ২টি গরু মারা গেছে। ১৫ জুন বুধবার বিকাল ৫টায় উপজেলার নলকুড়া ইউনিয়নের গজারীপাড়া বারোয়ামারী গ্রামে এ ঘটনা ঘটে।
ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশনের সহ-সভাপতি চিন্তাহরণ হাজং জানান, গজারীপাড়া বারোয়ামারী এলাকায় বাঁশের খুটি দ্বারায় এলোপাথারি ভাবে বিদ্যুৎ এর মেইন তার থাকার কারণে বিভিন্ন কৃষি জমিতে তার ছিঁড়ে জলাবদ্ধ পানি বিদ্যুতায়িত হয়ে পড়ে।
এসময় জগদীশের দুইটি গরু মাঠে ঘাস খাওয়া অবস্থায় জলাবদ্ধ পানিতে বিদ্যুতায়িত হয়। এতে ঘটনাস্থলেই গরু দুটি মারা যায়। দুটি গরুর মধ্যে একটির পেটে বাচ্চা রয়েছে। গরু দুটির মালিক জগদীশ হাজং জানায়, তার গরুর আনুমানিক মূল্য ১ লক্ষ ৮০ হাজার টাকা। সে অসহায় একজন আদিবাসী। বিদ্যুৎ অফিসের গাফিলতি ও অনিয়মের কারণে তার গরুর মৃত্যু হয়েছে।
এ বিষয়ে ঝিনাইগাতী বিদ্যুৎ অফিসের আবাসিক প্রকৌশলী রুকনুজ্জামান বলেন, ঘটনাটি তাঁরা জেনেছেন। বর্তমানে লাইনটি বন্ধ রেখেছেন। পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।