নিউজ ডেস্ক :
বটিয়াঘাটায় রাজনৈতিক দলের নেতাদের সাথে অপরাজিতাদের মতবিনিময় সভা অনুষ্ঠিত। গতকাল বুধবার (১৫ জুন) বেলা ১২টায় উপজেলা অডিটোরিয়াম সম্মেলন কক্ষে উপজেলা ভাইস চেয়ারম্যান চঞ্চলা মন্ডল’র সভাপতিত্বে ও রূপান্তরের অপরাজিতা প্রকল্পের ক্যাপাটিসি বিল্ডিং সমন্বয়কারী খন্দকার জিলানী হোসেন'র সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জেলা আ’লীগ সদস্য বুলু রায় গাঙ্গুলী, সিপিবি উপজেলা সভাপতি অশোক কুমার সরকার, উপজেলা আ'লীগের সাংগঠনিক সম্পাদক প্যানেল চেয়ারম্যান বিবেক বিশ্বাস, বিএনপি নেতা কামরুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান অপরাজিতা ভগবতী গোলদার, জাতীয় পার্টি নেতা মিজানুর রহমান এলাহি, নারী নেত্রী রেহানা আফরোজ শোভা, নাগরিক নেতা ক্ষিরোদ মিস্ত্রী, প্রহ্লাদ জোদ্দার।
এনজিও খাঁন ফাউন্ডেশন ও রূপান্তরের আয়োজনে "অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্প" শীর্ষক মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক সুমন বিশ্বাস, সাংবাদিক ইমরান হোসেন, মোছাঃ মনোয়ারা খাতুন শিউলী, দিপ্তী রানী মল্লিক, বিউটি মন্ডল, রিজিয়া সুলতানা, ইউপি সদস্য রমা রানী মন্ডল, পবিত্র রায়, রমা রানী মন্ডল, নারীনেত্রী আশালতা ঢালি, শিলা রানী মন্ডল, সুফিয়া বেগম, রেহেনা আফরোজ সুইটি, সুনিতা ঢালী, বিউটি মন্ডল, রমা বিশ্বাস, রূপান্তর'র উপজেলা সমন্বয়কারী কল্যাণী মন্ডল প্রমূখ।
সভায় রাজনৈতিক দলের বিভিন্ন কমিটিতে নারীর অংশগ্রহণের সুযোগ সৃষ্টি, নির্বাচনে নারীদের মনোনয়নের ক্ষেত্রে তৃণমূল রাজনৈতিক নেতৃবৃন্দের ভুমিকা, রাজনৈতিক নেতৃবৃন্দের দৃষ্টিতে নারীর রাজনৈতিক ক্ষমতায়নে বাঁধা ও অপসারণ, নারীদের অবস্থা এবং অবস্থানের চিত্র তুলে ধরা হয়। বক্তরা স্থানীয় সরকারের রাজনৈতিক দলের কমিটিতে ৩৩ ভাগ নারীর রাজনৈতিক ক্ষমতায়ন গণপ্রতিনিধিত্ব আদেশ বাস্তবায়নের জোর সুপারিশ করেন।