মাসুদ রানা,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি;
শান্তিপূর্ণ পরিবেশে, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হল খানসামায় উপজেলা পরিষদ উপ-নির্বাচন। প্রথম প্রহরে ভোটার উপস্থিতি কম থাকলেও শেষ বিকেলে ভোটারদের অংশগ্রহণ দেখার মত। নির্বাচনে ৩৫ হাজার ৬৭৮ ভোট পেয়ে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খানসামা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী সহিদুজ্জামান শাহ পেয়েছেন ২৪ হাজার ৪৭১ভোট।
নির্বাচন শেষে বুধবার (১৫ জুন) রাত ৮ঘটিকায় ফলাফল ঘোষণা করেন দিনাজপুর জেলা নির্বাচন কর্মকর্তা ও খানসামা উপজেলা পরিষদ উপ-নির্বাচনের রির্টানিং কর্মকর্তা শাহিনুর ইসলাম প্রামানিক।
উল্লেখ্য,গত ২৪ ফেব্রুয়ারি উপজেলা চেয়ারম্যান আবু হাতেম কিডনি জনিত কারণে ইন্তকাল করেন। তিনি মৃত্যুবরণ করায় পদটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্যালটের মাধ্যমে বিরতিহীনভাবে চলে ভোটগ্রহণ। এই উপ-নির্বাচনে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।
অপর দুই প্রার্থীর প্রাপ্ত ফলাফল; মোটরসাইকেল প্রতীকের প্রার্থী শরিফুল ইসলাম প্রধান পেয়েছেন ২২ হাজার ৪৬২ ভোট। হেলিকপ্টার প্রতীকের বীর মুক্তিযোদ্ধা শাহ আব্বাস আরেফিন পেয়েছেন ২১৯ ভোট।
উপজেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, ৬টি ইউনিয়নে ৫২টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। অত্র উপজেলার মোট ভোটার ১ লাখ ৩৫ হাজার ৮১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬৮ হাজার ৫৬০ এবং নারী ভোটার ৬৬ হাজার ৫২১ জন।
Leave a Reply