ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :
পীরগঞ্জে হার্ডওয়ারের দোকানে ট্রাক্টরের পেলেনসিট ক্রয় করতে গিয়ে ক্রেতাকে মারধর করেছেন দোকানদার।
ঠাকুরগাঁও পীরগঞ্জ কইমারি বাজারে এমন ঘটনা ঘটেছে। অতঃপর
দোকানদার আব্দুস সুবহান বিরুদ্ধে বাদী হয়ে লিখিত এজাহার দায়ের করেছেন, নাসিরুল ইসলাম নামে (২২) নামে এক যুবক।
সম্প্রীতি গত ১৩/০৬ ২০২২ইং তারখে রোজ সোমবার আনুমানিক রাত ০৮.০০ সময় পীরগঞ্জ ১নং ভোমরাদহ কইমারি বাজারে আব্দুস সুবহান এর দোকানে ট্রাক্টরের পেলেনসিট ক্রয় করতে যান , নাসিরুল ইসলাম ও তার পিতা আনরুল ইসলাম । অভিযোগ করে বলেন পেলেনসিট ক্রয় করার সময় দর- দাম নিয়ে চল চাতুরী করেন দোকানদার আব্দুস সুবহান উক্ত পেলেনসিট ক্রয় করতে না চাইলে বিভিন্ন অশ্লীল ভাষায় গালিগালাজ করে দোকানদার ও তার লোকজন। গালিগালাজ বন্ধ করতে বললে উভয়ের মধ্যে ঝগড়া সৃষ্টি হয়। এরপর দোকানদার ও তার লোকজন মারধোর শুরু করে। আমার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নেয়, পরে স্থানীয়রা ছুটে এসে নাসিরুল ও আনারুল কে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান ।
পরে নাসিরুল বাদী হয়ে অজ্ঞাত ৫-৭ জনকে আসামি করে পীরগঞ্জ থানায় এজাহার দায়ের করেন।
আসামীরা হলেন,১/মোঃ আব্দুস সুবহান (৩৫) ২/ মোছাঃ রেখা( ৩০) ৩/ মোঃ আমিনুল( ৫৫)৪/ মোঃনজরুল(৫০)৫/শরিকুল( ৪০)৬/তজিবর (২৮) বিবাদী আব্দুস সুবহান বলেন
তারা দুইজন আমার দোকানে এলে পেলেনসিট দরদাম করে, এক পর্যায়ে দাম দর ঠিক হয় পরে তারা আর পেলেনসিট ক্রয় করবে না বলে অস্বীকৃতি জানায়, আমি পেলেনসিট রেখে দেই পরে আমাকে প্রথমে বাজে ভাষায় গালি দিলে আমি তারেকে দোকান থেকে বেরিয়ে যেতে বলি কেনো দোকান থেকে বেরিয়ে যেতে বললাম প্রথমে আমাকে থাপ্পর মারে। এরপর দুই পক্ষের ধাক্কাধাক্কি হয়, এতে আশেপাশের লোকজন ছুটে এসে দু'পক্ষের ঝগড়া থামায়। আসলে তাদের কাছে টাকা কম থাকায় আমার সাথে ঝগড়া লাগে। এখন শুনি আমি নাকি তার পকেটে থাকা ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়েছি
একেবারে ডাহা মিথ্যা কথা তাদের কাছে টাকা থাকলে তো ঝগড়া লাগতোনা, তাছাড়া আশেপাশের লোকজন সাক্ষী আছে আমার দোকানে আরো কাস্টমার ছিল।
এই বিষয়ে পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ
মোঃ জাহাঙ্গীর আলম বলেন, তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।