মাসুদ রানা(পাবনা প্রতিনিধি)।
পাবনার সুজানগর উপজেলা দুলাই ইউনিয়ন রাইশিমুল গ্রামের মোস্তফা কামাল মাষ্টারের ব্লাক ডাইমন্ড গরু দেখতে মানুষের চল।
গরুটা জন্মের পর থেকে গায়ের রং সাদা ও কালো হওয়ায় নাম রেখেছেন ব্লাক ডাইমন্ড। ব্লাকডাইন্ড গুরুটা শুধু নামে নয় দেখতে অনেক চমৎকার হওয়ার শতশত মানুষের মনের মাঝে দাগ কাটিয়েছেন।
মোস্তফা মাষ্টার এক প্রশ্নের উওরে জনতার কথা ২৪. কমের পাবনা প্রতিনিধি মাসুদ রানাকে জানান ব্লক ডাইমন্ড গরুটা জন্মের পর থেকে আমি লালন পালন করে আসছি।গরুটা সব সময় দেশি খাদ্য ডেমা ঘাস,ছাল,ভূষি ইত্যাদি খায়।
গরুটা দেখতে অনেক বড় হওয়ার এবার কোরবানির ঈদে নায্য মূল্য পেলে আমি বিক্রি করে দিতে চাই।
আর যদি আমি গরুটার নায্য মুল্যে বিক্রি করে দিতে পারি তাহলে প্রতিবছর বড় গরু পালন করতে আমার উৎসাহ বাড়বে।
Leave a Reply