নিউজ ডেস্ক :
ময়মনসিংহের নান্দাইল উপজেলার এক বিলে মাছ ধরা দেখতে গিয়ে বজ্রপাতে তিন কিশোরের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৭ জুন) দুপুর ১২টার দিকে উপজেলার গাংগাইল ইউনিয়নের ধনারামা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তিন কিশোর হলো- ধনারামা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে মো: শাওন (১৩), হাদিস মিস্ত্রির ছেলে স্বাধীন মিয়া (১৪) ও শহীদুল্লাহ কারীর ছেলে মো: সাঈদ (১৪)।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরের দিকে ধনারামা গ্রামের কান্দি বিলে তিন কিশোর মাছ ধরা দেখতে গিয়েছিল। এ সময় বৃষ্টি শুরু হয়। অনেকেই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরলেও তিন কিশোর সেখানে দাঁড়িয়ে ছিল। বৃষ্টির মধ্যে আকাশে বজ্রপাত শুরু হয়। এতে তারা মাটিতে লুটিয়ে পড়ে। স্থানীয়রা আহত অবস্থায় উদ্ধার করে তাদের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আনার পর কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।
নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্মব্যরত চিকিৎসক জানান, বজ্রপাতে তিন কিশোর ঘটনাস্থলেই মারা গেছে। মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম জানান, আমরা বিল থেকে তিনজনকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করি। পরে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন।
গাংগাইল ইউনিয়নের চেয়ারম্যান অ্যাডভোকেট আসাদুজ্জামান নয়ন বলেন, ‘খুবই মর্মান্তিক একটি ঘটনা। আমি শুনে অবাক হয়ে গেছি। বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা গেছে। ছেলে তিনটি খুবই নম্র-ভদ্র ছিল।’
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, ‘বজ্রপাতে তিন কিশোরের মৃত্যুর খবর শুনেছি। আমরা এ ব্যাপারে খোঁজ নিচ্ছি।’