উচচপ্রু মারমা বিশেষ প্রতিনিধি
রাউজানের ১৪নং বাগোয়ান ইউনিয়নের পাঁচখাইন গ্রামে ইভটিজিং ও শ্লীলতাহানির দায়ে মো হানিফ চৌধুরী (৪৩) নামের এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে
১ বছরের কারাদন্ড।
পাঁচখাইনের বটতল নামক স্থানে অভিযুক্ত হানিফ চৌধুরী আজ সকাল আনুমানিক ৮ টা হইতে ১০ টার মধ্যে শিশু, শিক্ষার্থী, পথচারী মোট ৩ জন নারীকে শারীরিক হেনস্তা করে। তাৎক্ষনিক চারিদিকে এই খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
রাউজানের মাননীয় সাংসদ, প্রিয়নেতা জননেতা_জনাব_এ_বি_এম_ফজলে_করিম_চৌধুরী_এম_পি_মহোদয় এর নির্দেশে স্থানীয় ১৪ নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান #ভূপেশ_বড়ুয়া_মহোদয়, আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগ নেতৃবৃন্দ, ইউ.পি সদস্য সহ স্থানীয় জনতা অভিযুক্ত হানিফ চৌধুরীকে আটক করে। পরবর্তীতে রাউজান উপজেলা ভূমি কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব অতিশ দর্শী চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১ বছরের কারাদন্ডে দন্ডিত করেন। উল্লেখ্য যে অভিযুক্ত আবু হানিফ চৌধুরী পাঁচখাইন চৌধুরী বাড়ির সিদ্দিক চৌধুরীর পুত্র।
Leave a Reply