আবু সাঈদ (স্পেশাল করসপনডেন্ট)।
অনেকেই প্রশ্ন করেন কবে মেডিকেল শুরু হবে মালয়েশিয়ার জন্য। আর কেনই বা খুলছেনা মালয়েশিয়ার শ্রমবাজার? উত্তরটা অনেকেরই জানা ।
কিন্তু কেন খুলছেনা মালয়েশিয়ার শ্রমবাজার সেই প্রশ্নের উত্তর জানলেও অনেকে মনে করেন যে কোন ভাবে মালয়েশিয়ার শ্রমবাজারটি খুললেই হলো। এদিকে ঢাকাতে এবং মালয়েশিয়াতে এজেন্সিগুলোর মধ্যে হয়েছে দুই গ্রুপ। আর সরকারের মধ্যেও দুই গ্রুপ হয়েছে দুই দেশে।
শ্রমবাজারে কার ব্যবসা করবেন তার ভাগবাটোয়ারা নিয়ে সমস্য। মালয়েশিয়াতে আগের বারের সিন্ডিকেটের হোতা নূর আলী এবার বাদ পড়েছেন সিন্ডিকেট থেকে। তাই তার অবস্থান সিন্ডিকেট বিরোধী।
মিটিং মিছিল করছেন যেন সকল এজেন্সি বাজারটিতে ব্যবসা করার সুযোগ পায়। অপরদিকে যারা এবার মালয়েশিয়ার বাজারে সিন্ডিকেট করেছেন তারা বলছেন মালয়েশিয়া সিন্ডিকেট চায়।নির্দিষ্ট এজেন্সি ছাড়া কর্মী নেবে বাংলাদেশ থেকে।
দুই দলের ঠেলাঠেলিতে এখণ বাজার বন্ধ। এবং কবে খুলবে তাও নিশ্চিত নয়।