লিটন সরকার, রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলা বন্দবেড় ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।
রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের বিভিন্ন অঞ্চলে আকর্ষিক বন্যায় পানিবন্দি পরিবারের মাঝে নৌকা যোগে ত্রাণ বিতরণ করেছেন রবিবার দুপুর ১২ টায় রৌমারী উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর, পালেরচরসহ বিভিন্ন এলাকার পানিবন্দি পরিবারের মাঝে চাল, ডাল, তেল, লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া বিতরণ করেন ।
শেখ আবদুল্লাহ বলেন, পর্যাপ্ত ত্রান রয়েছে। কেউ না খেয়ে থাকবে না। আপনারা সাময়িক কষ্টে আছেন। আমরা চেষ্টা করছি তারাতারি আপনাদের কাছে খাদ্য সামগ্রী পৌছে দিতে এবং যাদের বিভিন্ন ফসলের ক্ষতি হয়েছে তাদের তালিকা প্রনোয়ন করা হবে। তালিকা অনুযায়ী তাদের সহোযোগিতা করা হবে।
ত্রাণ বিতরণ কালে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্ল্যাহ্, উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল, আলহাজ্ব আব্দুল কাদের, চেয়ারম্যান ৩ নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ আমিনুল ইসলাম, সচিব ৩ নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ, নাজমুল হাসান, হিসাব রক্ষক ৩ নং বন্দবেড় ইউনিয়ন পরিষদ, কাজিম উদ্দিন, ইউপি সদস্য আক্কাস আলী, ইউপি সদস্য বিপ্লব হোসেন, ইউপি সদস্য সজীব হোসেন, সদস্যগণ ও সাংবাদিকবৃন্দ।