নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি
মোঃ নাফিস ইকবাল,
দীর্ঘ ২৫ বছর পর পিরোজপুরের নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার রাতে ত্রিবার্ষিক সম্মেলন শেষে সৈয়দ সহিদ উল আহসানকে সভাপতি ও এস এম মুইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়।
আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন রাত নয়টার দিকে এ তথ্য নিশ্চিত করে বলেন, সবার মতামতের ভিত্তিতে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
দলের কয়েকজন নেতা জানান, গত ২৩ মে নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়। এর পর থেকে উপজেলা আওয়ামী লীগের দুটি পক্ষ কাঙ্ক্ষিত পদ পেতে তৎপর হয়ে ওঠে। মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম ও জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল দুটি পক্ষের নেতৃত্বে রয়েছেন। শনিবার সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে আউয়ালের অনুসারী সৈয়দ সহিদ উল আহসানকে সভাপতি ও রেজাউল করিমের অনুসারী এস এম মুইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করা হয়।দলীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে সরকারি স্বরূপকাঠি কলেজ মাঠে সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি এ কে এম এ আউয়াল। প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম। সম্মেলনের প্রথম অধিবেশন শেষে বিকেলে সরকারি স্বরূপকাঠি কলেজের অফিসকক্ষে কেন্দ্রীয় নেতারাসহ জেলা ও উপজেলার নেতারা কমিটি গঠন নিয়ে বসেন। এরপর রাতে মতামতের ভিত্তিতে সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক সৈয়দ সহিদ উল আহসানকে সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম মুইদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটিতে ৮ জন সহসভাপতি, ৩ জন যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন সাংগঠনিক সম্পাদকসহ ৬০ জনের নাম ঘোষণা করা হয়েছে। ৭১ সদস্যবিশিষ্ট উপজেলা আওয়ামী লীগের এ কমিটির শূন্যপদ পূরণ করে পূর্ণাঙ্গ কমিটি অনুমোদনের জন্য জেলা কমিটির কাছে পাঠানো হবে।
পিরোজপুর জেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেন, আগামী তিন বছরের জন্য নেছারাবাদ উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি করা হয়েছে। কমিটির বেশির ভাগ পদ ঘোষণা করা হয়েছে। বাকি পদগুলো পূরণ করে জেলা আওয়ামী লীগের কাছে পূর্ণাঙ্গ কমিটি জমা দিতে বলা হয়েছে।
এর আগে ১৯৯৭ সালে অনুষ্ঠিত উপজেলা আওয়ামী লীগের সম্মেলনে নূর মোহাম্মদ হাওলাদারকে সভাপতি ও এস এম ফুয়াদকে সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ১৯৯৯ সালে নূর মোহাম্মদ হাওলাদারের মৃত্যুর পর জ্যেষ্ঠ সহসভাপতি আবদুল হামিদকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়। ২০০০ সালে ওই কমিটির মেয়াদ শেষ হয়। এরপর ২২ বছর ওই কমিটি দায়িত্ব পালন করেছে। শনিবার সম্মেলনের মাধ্যমে ওই কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি করা হয়।