খোরশেদ আলম (রনি) রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধিঃ লক্ষ্মীপুরের রায়পুরের দক্ষিণ চরমহনা সরকারি প্রথমিক বিদ্যালয়ে পুরান লোহা,দরজা,জানালা ব্রেন্সসহ মালামাল অবৈধ ভাবে বিক্রি করার অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ এর বিরুদ্ধে।
সোমবার (২০ জুন) দুপুরে সরেজমিনে গেলে দেখা যায় বিদ্যালয়ের পরিত্যক্ত টয়লেট এর দরজা, ছাত্রছাত্রীদের বসার চেয়ার টেবিল সহ বিভিন্ন মালামাল রায়পুর পৌরশহরের মধুপুর এলাকার একটি ভাঙ্গাচুরার দোকানে বিক্রি করে দিয়েছেন তিনি, এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তোফায়েল আহম্মেদ বিভিন্ন মালামাল বিক্রি করে দেওয়ার৷ কথা স্বীকার করে বলেন, স্কুলের সভাপতি এবং উপজেলা শিক্ষা অফিসার কে জানিয়েই আমি মালামাল বিক্রি করেছি, সাংবাদিক দের কোনো তথ্য দেওয়া যাবে না.. উপজেলা শিক্ষা অফিসার নিষেধ করেছেন।
অন্যদিকে এ বিষয়ে বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি তারেক আজিজ জনির কাছে জানতে চাইলে তিনি বলেন, এ বিষয়ে আমি অবগত নয়, কিছুই বলতে পারবো না।
রায়পুর উপজেলা শিক্ষা অফিসার টিপু সুলতান মুঠোফোনে জানান, বিদ্যালয়ের বিভিন্ন মালামাল বিক্রি করার বিষয়টি আপনাদের মাধ্যমে জানতে পেরেছি।এর আগে বিক্রি করার বিষয় আমার সাথে কেউ যোগাযোগ করেনি। এ ঘটনার তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইন অনুযায়ী পদেক্ষেপ প্রধান করা হবে। সাংবাদিকদের তথ্য দেওয়ার বিষয়ে আমি কাউকে নিষেধ করিনি.. সাংবাদিকদের কাজ হচ্ছে তথ্য সংগ্রহ করে জাতির সামনে উপস্থাপন করা।
Leave a Reply