মোঃ নুর উদ্দিন শেখ
পিরোজপুর প্রতিনিধি
“আঞ্চলিক বৈষম্যের অবসান হোক, সুষম. ন্যায্যত উন্নয়ন চাই” শ্লোগানকে সামনে রেখে ৪ জুন, শনিবার ঝালকাঠি প্রেসক্লাবে উপকূলীয় উন্নয়ন আন্দোলনের উদ্যোগে ঝালকাঠি জেলা উন্নয়ন নাগরিক কমিটির আয়োজনে ৩য় উপকূলীয় সম্মেলন-২০২২ অনুষ্ঠিত।
ফরহাদ শিকদারের সভাপতিত্বে কী নোট পেপার উপস্থাপন করেন সংগঠনটির সমন্বয়কারী মইনুল আহসান মুন্না। প্রধান অতিথি ছিলেন ঝালকাঠি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. খান সাইফুল্লাহ পনির, বিশেষ অতিথি জেলা জাতীয় পার্টির সভাপতি আনোয়ার হোসেন আনু, রুপান্তর- খুলনার পরিচালক শাহদাৎ হোসেন বাচ্চু, বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষন কমিটির সদস্য সচিব ডাক্তার মিজানুর রহমান।
সম্মেলনে উপকূলীয় উন্নয়ন বোর্ড, গ্যাস লাইন, রেলপথ, সুন্দরবন সুরক্ষা, বাস্তু্চুৎদের পুনর্বাসন, দুর্যোগ মোকাবেলায় আরো কার্যকরি উদ্যোগ, বহুমুখি কর্মসংস্থান, কুয়াকাটাকে ঘিড়ে পর্যটন শিল্পের বিকাশ, পাড়েরহাট- পাথরঘাটা মৎস্য বন্দরকে আধুনিকায়ন, মোংলা সমুদ্র বন্দরকে আরো গতিশীল, কার্যকর করা সহ -২০ দফা দাবী তুলে ধরা হয়।
দাবী ব্যাস্তবায়নে কিছু কর্মসুচিও ঘোষনা করা হয়েছে। সম্মেলনে মতামত বক্তব্য রাখেন- মইন তালুকদার, হাবিবুর রহমান, সালাউদ্দিন ফেরদৌস, মো শাহ আলম খলিফা, ড. কামরুন্নেছা আজাদ, এ্যাড. সাকিনা আলম লিজা, সৈয়দ কামাল আহমেদ, মোজাহারুল হক বাবলু, আজমল হোসেন বাকের, গিয়াস উদ্দিন, আল আমিন, প্রশান্ত দাস প্রমুখ।
পিরোজপুর প্রতিনিধি
Leave a Reply