আবু সাঈদ (স্পেসাল করসপনডেন্ট)।
পাবনা জেলার অন্তর্গত সাঁথিয়া উপজেলায় বিদ্যুৎস্পষ্ট হয়ে হাফেজ মোঃ জুবায়ের হোসেন (১৭) নামে এক ছাত্রের মৃত্যু হয়েছে। সে বোয়ালমারী কামিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের মানবিক বিভাগের একজন মেধাবী শিক্ষার্থী।
বোয়ালমারী কামিল মাদরাসার সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল বারী তার শিক্ষার্থী সম্পর্কে বলতে গিয়ে কান্না জড়িত কন্ঠে বলেন জুবায়ের অত্যন্ত বিনয়ী, অনুগত এবং মেধাবী শিক্ষার্থী ছিলেন। সে এভাবে চলে যাবে আমরা ভাবতেই পারিনি।
অত্র প্রতিষ্ঠানের একটি ফুল অকালে ঝরে গেল। মহান মাবুদ তাকে নাজাত দান করুন। সে হাফেজ শেষ করে গ্রামের মসজিদের ইমামতি করতো।
ঘটনাটি ঘটেছে সোমবার সন্ধ্যা রাতে সাঁথিয়া উপজেলার গৌরীগ্রাম ইউনিয়নের সাতানির চর গ্রামে নিজ ঘরে। সে ওই গ্রামের ওসমান গনি ও আম্বিয়া খাতুনের বড় ছেলে।
জানা গেছে, হাফেজ জুবায়ের মসজিদে মাগরিবের নামাজ শেষ করে বাড়িতে এসে নিজ ঘরের জালি ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মেঝেতে ছিটকে পড়েন। ছোট ভাই দেখে চিৎকার দিলে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে সাঁথিয়া উপজেলা হাসপাতালে নিয়ে এলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার এ অকাল মৃত্যুতে এলাকায় ও তার মাদরাসায় শোকের ছায়া নেমে আসে।