সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের ইসলামপুরে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দুর্জয় বাংলা’র ৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১জুন) সন্ধ্যা ৭ ঘটিকায় স্টেশন রোডস্থ ইসলামপুর প্রেসক্লাব মিলনায়তনে ইসলামপুর প্রতিনিধি সাংবাদিক হোসেন শাহ্ ফকিরের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ইসলামপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজ লিটনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এড. জামান এস.এম আব্দুন নাসের বাবুল।
আলোচনা সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি মোরাদুজ্জামান মোরাদ,উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অধ্যক্ষ জামান আব্দুল নাছের চৌধুরী চার্লেস,পৌর বিএনপি’র সভাপতি রেজাউল করিম ঢালী, মনিরুজ্জামান মনি, গোয়ালের ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম বাদশা, সাংবাদিক এম.কে দোলান বিশ্বাস প্রমুখ।
এ সময় উপস্থিত ছিলেন, সাংবাদিক ফিরোজ খান লোহানী, খাদেমুল হক বাবুল, আঃ সামাদ, ওসমান হারুনী, শহিদুল ইসলাম কাজল, রোকনুজ্জামান সবুজ, কোরবান আলী, অরুন চন্দ্র ভাস্কর, আব্দুল্লাহ আল নোমান, মশিউর রহমান টুটুল, সুমন খন্দকার ওসাহিদুর রহমান প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা বলেন মুক্ত-বুদ্ধি চর্চার মাধ্যমে সংবাদপত্র একটি অগ্রসরমান জাতি গঠন-এ নিয়ামক শক্তি হিসেবে কাজ করতে পারে। অনলাইন নিউজ পোর্টালটি তথ্য-নির্ভর ও বস্তুনিষ্ঠ সংবাদ ধারণ’র মাধ্যমে সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করেছে এবং সংবাদপত্র জগতে পাঠক চাহিদায় অনন্য অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে। তাছাড়া ইতিমধ্যে সঠিক ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন-এ অবিচল দৃঢ়তার পরিচয় দিয়েছে। দুর্জয় বাংলা মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ট সংবাদ প্রকাশে বদ্ধপরিকর। পরে আলোচনা সভা শেষে কেক কেটে দূর্জয় বাংলা পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।
সুমন খন্দকার
ইসলামপুর, জামালপুর।
Leave a Reply