সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি : ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা অবিরাম ভারী বর্ষণে দেশের নদ নদীতে পানি বৃদ্ধির ফলে জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ৯নং গোয়ালের চর ইউনিয়নের পশ্চিম সভুকুড়া, মোহাম্মদপুর ও বালুর চর এলাকায় বেশ কয়েকটি স্থানে তীব্র ভাঙ্গেেনর সৃষ্টি হয়েছে। ভ্ঙ্গানের ফলে ইসলামপুর টু বকশিগঞ্জ রাস্তাটি হুমকিতে রয়েছে। প্রধান সড়ক থেকে মাত্র কয়েক গজ দূরে নদীর অবস্থান করছে। ফলে ওই সব এলাকার জনবসতি আতংকের মধ্যে রয়েছে। গত মঙ্গলবার ভাঙন কবলিত এলাকা পানি উন্নয়নের বোর্ডের কর্মকর্তারা পরিদর্শন করেছেন।
বুধবার ২২ জুন উপজেলা প্রশাসনের আয়োজনে দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়লের বাস্তবায়নে নদী ভাঙন কবিলত ৮০টি পরিবারের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. তানভীর হাসান রোমান, জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আলমগীর হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটু ও গোয়ালের চর ইউপি চেয়ারম্যান আঃ রহিম বাদশা প্রমুখ।
জানাগেছে ব্রহ্মপুত্র নদী ভাঙ্গন দেখা দেওয়ায় পশ্চিম সভুকুড়া, মোহাম্মদপুর ও বালুর চর এলাকার জনবসতিরা আতংকের মধ্যে দিনাতিপাত করছে।
নদীর তীরবর্তী জনপদ ইসলামপুর টু বকশিগঞ্জ রোড, মসজিদ, মাদরাসা ও মোহাম্মদপুর বালুর চর একমাত্র নবনির্মিত সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ভাঙনের হুমকির মধ্যে রয়েছে। ইতিমধ্যে বেশ কয়েকটি পরিবার তাদের বাড়ি ঘর ভাঙ্গনের আশংকায় অন্যত্র সরিয়ে নিয়েছে। নদীর পাড়ের অফিল, অবিজল, নওশেদ, ফিরোজা তাদের বাড়ি ঘর ভাঙনের ফলে অন্যত্র সরিয়ে নিয়েছে। অনেকেই খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।
এ ব্যপারে স্থানীয় চেয়ারম্যান আঃ রহিম বাদশা জানান- আমি গত মঙ্গলবার সরেজমিনে উপজেলা পরিষদ চেয়ারম্যানকে নিয়ে ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বন্যা ও ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেছেন এবং ৮০টি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
২২.০৬.২০২২