নিউজ ডেস্ক :
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা পৌরসভার পৌলী এলাকায় ঢাকা ময়ময়সিংহ সড়কের পশ্চিম পার্শ্বে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গা দখল করে ব্যবসা পরিচালনার অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালীদের বিরুদ্ধে।
জানাযায়, পৌলী গ্রামের জনৈক আমির মন্ডলের পুত্র শফিক, পিয়ার মন্ডলের পু্ত্র হজরত আলী মন্ডল এলেঙ্গা পৌরসভার ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পৌলী ব্রীজের পশ্চিম পার্শ্বে বটতলা থেকে শিমুলতলা পর্যন্ত সড়ক ও জনপথ (সওজ ) বিভাগের প্রায় ২ একর সরকারি জায়গা দখল করে ওই জায়গায় বানিজ্যিক ভাবে বেশ কয়েকটি ঘর উত্তোলন করে দীর্ঘদিন যাবত অবৈধ ভাবে ইট, খোয়া, বালি, মাটিসহ বিভিন্ন ধরনের ব্যবসা পরিচালনা করে আসছেন।
ওই জায়গা জবরদখল করে ব্যক্তিগত ভাবে লাভবান হলেও সরকার রাজস্ব হারাচ্ছে। শফিক ও হজরত আলী প্রভাশালী হওয়ায় তাদের বিরোদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না।
একটি সূত্র জানিয়েছে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের কতিপয় দূর্ণীতি পরায়ন কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে ৭/৮ বছর যাবত তারা সরকারি জায়গা জবরদখল করে নির্বিঘ্নে তাদের ব্যবসা পরিচালনা করে আসছেন।
পৌলী এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক জনৈক ব্যক্তি জানান, সরকারি জায়গায় অবৈধ ভাবে দখল করে শফিক ও হজরত আলী ঘর উত্তোলন করে এবং ওই জায়গায় ইট,খোয়া, বালি মজুত রেখে নির্বিঘ্নে ব্যবসা করছে তারের মালামাল পরিবহনে ব্যবহৃত ট্রাক, ড্রাম ট্রাক মহাসড়কে ওঠার কারনে যানজট ও দুর্ঘটনা ঘটছে অহরহ অথচ এলাকার পরিবহন শ্রমিকরা সরকারের খালি জায়গায় তাদের গাড়ী রাখতে পারছেনা। কেউ সি এন্ড বি'র জায়গায় গাড়ী পার্ক করতে গেলে তাদেরকে সেখানে গাড়ী পার্ক করতে দেওয়া হয়না। বাধ্য হয়ে এলাকার গাড়ী গুলো মহাসড়কের ঝুকিপূর্ণ স্থানে পার্ক করে রাখতে হচ্ছে।
এ বিষয়ে টাঙ্গাইল সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহঃআলিউল হোসেনের কাছে জানতে চাইলে ব্যস্ত আছি বলে তিনি টেলিফোন সংযোগটি কেটে দেন।
পরবর্তীতে সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী সজল কুমার সরকার টেলিফোন রিসিভ করেননি।