লিটন সরকার, স্টাফ রিপোর্টার রৌমারী( কুড়িগ্রাম)
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের সোনার বাংলা বাস্তবায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বর্তমান সরকারের প্রতিটি নির্বাচনী ইশতেহারেই দেশের সকল মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করাসহ দারিদ্র ও ক্ষুধা মুক্তি, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও সামাজিক নিরাপত্তার বিষয়কে অগ্রাধিকার প্রদান করা হয়েছে।
এ লক্ষ্যকে সামনে রেখে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন সময়ে বিশেষ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছেন, যার মধ্যে পল্লী সঞ্চয় ব্যাংক, আশ্রয়ন-২ প্রকল্প, ডিজিটাল বাংলাদেশ, শিক্ষা সহায়তা কর্মসূচি, পরিবেশ সু-রক্ষা ও বিনিয়োগ বৃদ্ধি অন্যতম দশ উদ্যোগ ও আজকে উন্নয়ন শহরে নয় গ্রামে গ্রামে চরে চরে পরিচিতি বিষয়ে রৌমারী উপজেলা পরিষদ হলরুমে বুধবার সকাল ১০ টায় প্রধানমন্ত্রীর বিশেষ দশ উদ্যোগ কর্মশালা দিনব্যাপী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি সহযোগীতায় গভর্নেন্স ইনোভেশন ইউনিট, প্রধানমন্ত্রীর কার্যালয়, রৌমারী উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে প্রধান অতিথি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শেখ আব্দুল্লাহ,উপজেলা ভাইস চেয়ারম্যান মোজাফফর হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা আক্তার স্মৃতি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু,উপজেলা কৃষি কর্মকর্তা কাইয়ুম চৌধরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
আসাদুজ্জামান, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড আলহাজ্ব আব্দুল কাদের সরকার চেয়ারম্যান বন্দবেড় ইউপি, অধ্যক্ষ সামিল ইসলাম জীবন রৌমারী সরকারী ডিগ্রী কলেজ, ওসি (তদন্ত) আবু সাইদ রৌমারী থানাসহ উপজেলা পর্যায়ের সকল প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, স্থানীয় সুশীল সমাজ, প্রেসক্লাব সভাপতি সম্পাদক, এনজিও কর্মী, রাজনৈতিক ব্যাক্তিত্ব।