উচচপ্রু মারমা বিশেষ প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলা রাজস্থলী উপজেলা ৩নং বাঙ্গালহালিয়া ৯ নং ওয়ার্ডের নাইক্যছড়া পাড়া কমিউনিটি ক্লিনিক যে কোন মুহুর্তে ধ্বসে পড়তে পারে,গাইড ওয়াল নির্মাণ করা জরুরি । শুধু তাই ভবনটি জরাজীর্ণ ও ঝুঁকিপূর্ণ হয়ে আছে। ২০১৬ সালে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তর নাইক্যছড়া কমিউনিটি ক্লিনিক ভবনটি নির্মাণ করেন ।কমিউনিটি ক্লিনিক ভবনটি খুব অল্প সময়ে ঝুকিঁপূর্ণ হয়ে পড়েছে। সামান্য বৃষ্টি হলেই ভবনটির ছাদ থেকে পানি পড়ে প্রতিটা রুমের ভীতর চলাচলের অযোগ্য হয়ে যাই ফলে ডাক্তার ও রোগীর খুবই সমস্যায় পড়তে হয়। সম্প্রতি অংসুইউ মারমা চিকিৎসা সেবা নিতে এসে বলেন আমরা বসতে পাচ্ছি না। আর ঠিক মত চিকিৎসা নিতে পাচ্ছি না। ক্লিনিকে আসলে আমাদের খুব ঝুঁকিতে চিকিৎসা সেবা নিতে হচ্ছে ।
টিউবওয়েল নষ্ট, বিদ্যুৎ সংযোগ নেই, দেওয়াল ভেঙ্গে ভেঙ্গে ও পড়তেছে কিছু কিছু জায়গায়।হাসপাতালের তিন দিকে বন-জঙ্গল গড়ে উঠেছে।আশে পাশে ওয়াল্ড ভাঙ্গা রয়েছে।
নাইক্যছড়া পাড়া ক্লিনিক সেবা CHCP পাইচিংমং মারমা তিনি বলেন কমিউনিটি ক্লিনিকে এলে ভয় ভয় লাগে। যে কোনো মুহূর্তে ভবন ভেঙে গায়ে পড়তে পারে। একটু বৃষ্টি হলেই ভবনের উপরের পিলারের ছিদ্র দিয়ে পানি পড়তে থাকে। তাই পুরো ভবনটি আমার কাছে ঝুঁকিপূর্ণ হয়ে গেছে।তাই খুব ভয় হয় আমার।
নাইক্যছড়া কমিউনিটি ক্লিনিক যার হাতে উদ্বোধন করেন রাজস্হলী উপজেলা চেয়ারম্যান ২০১৭সালে উদ্বোধন করা হয়।
স্হানীয় জনগনের মৌলিক স্বাস্হ্যসেবা গ্রহনের জন্য ৮ শতক জায়গায় এ কমিউনিটি ক্লিনিক নির্মাণ করে, বর্তমানে পুনরায় ক্লিনিক সংস্কার ও মেরামত করা জরুরি,ঊর্ধধতন কর্মকর্তাদের দৃষ্টি আর্কষন করছি।দ্রুত যেন ক্লিনিক সংষ্কার ও মেরামত করা হোক।
স্থানীয় স্বাস্থ্য বিভাগের দপ্তরে চিঠি দেয়া হয়েছে। আশা করছি তারা দ্রুততম সময়ের মধ্যে ব্যবস্থা নেবেন।