উচচপ্রু মারমা রাঙ্গামাটি প্রতিনিধি
রাঙ্গামাটি পার্বত্য জেলায় সিভিল মামলার জট কমানোর লক্ষে লিগ্যাল এইড কার্যক্রম বেগবান ও ফলপ্রসূ করার ক্ষেত্রে বিচারকগণের ভূমিকা শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২২ শে জুন বুধবার জেলা ও দায়রা আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত। সেমিনারে মূল বিষয়বস্তু উপস্থাপন করেন জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান এবং জেলা ও দায়রা জজ মোঃ নুরুল ইসলাম। জেলা লিগ্যাল এইড অফিসারের সঞ্চালনায় এতে বিশেষ আলোচক হিসাবে উপস্থিত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারুক। এছাড়া জেলার সব স্তরের ম্যাজিস্ট্রেট এবং বিচারকরা এতে উপস্থিত ছিলেন। এতে বিচারকরা
লিগ্যাল এইড অফিস রাঙ্গামাটির মূল চ্যালেঞ্জ ও সম্ভাবনা সমূহ আলোচনা করে তা সমাধানে বিচারকদের সক্রিয় ভূমিকা রাখার আহবান জানান।