খোরশেদ আলম (রনি) রায়পুর (লক্ষীপুর) প্রতিনিধি
লক্ষীপুরের রায়পুরে প্রধানমন্ত্রী স্বপ্ন আমার গ্রাম, আমার শহর বাস্তবায়নের লক্ষ্যে এবং তৃণমূলে সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে স্বপ্নযাত্রা এম্বুলেন্স বিতরন অনুষ্ঠান।
আজ (বুধবার) ২২ জুন বিকাল ৪.৩০ মিনিট জনকল্যাণ বহুমুখী উচ্চ বিব্যালয় মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার অন্জন দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লক্ষীপুর-২ আসনের সংসদ সদস্য এ্যাড: নুর উদ্দিন চৌধুরী নয়ন।
বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব আনোয়ার হোসেন আখন্দ সিভিল সার্জন ডা: আহম্মদ কবির
উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মামুনুর রশীদ।
কেক কাটা ও বেলুন উড়ানোর মধ্যদিয়ে এম্বুলেন্স এর উদ্বোধন ও চাবি হস্তান্তর করা হয় আলোচনা সভা শেষে জানা যায় উপজেলার উত্তর চর আবাবিল ইউনিয়ন ও দক্ষিণ চর আবাবিল ইউনিয়নে রুগি পরিবহনের জন্য এই সেবা চালু করা হয় উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (UGDP) আর্থিক সহায়তায় এই সেবা চালু হয়।
কম খরচে দ্রুত অসুস্থ হলে হাসপাতালে প্রেরণ, সুস্থ হয়ে হাসপাতাল থেকে এলাকায়, মৃত ব্যাক্তির মরদেহ পরিবহনের জন্য এই সেবা পাবে ইউনিয়নবাসী। এসব ইউনিয়নের পাশ্ববর্তী ইউনিয়নবাসী এ্যাপস মাধ্যমে এম্বুলেন্স বুকিং দিতে পারবে।