উচচপ্রু মারমা বিশেষ প্রতিনিধি
রাঙ্গামাটি জেলার রাজস্থলী উপজেলায় আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে
পালিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুন) সকাল ১০ ঘঠিকার সময় হ্নারামূখ উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান উবাচ মারমা, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা, বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সদস্য রাখাল চন্দ্র দাস, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান উথিনসিন মারমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস চেয়ারম্যান উসচিন মারমা, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান রবার্ট ত্রিপুরা,চথোয়াইনু মারমা , বিশ্বনাথ চৌধুরী সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পুচিংমং মারমা,লিটন বণিক,ক্যাসাচিং মারমা মিলন, সুইচাপ্রু মারমা, অংসাইনু মারমা,মিঠুল চন্দ্র দে,হারাধন কর্মকার,আইন বিষয়ক সম্পাদক শামসুল আলম, প্রচার সম্পাদক সুক্যচিং মারমা, সাংস্কৃতিক সম্পাদক উথোইচিং মারমা প্রমুখ। আলোচনা সভায় বক্তব্য রাখেন জাহাঙ্গীর আলম চৌধুরী,পুলক চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা ইউসুফ আলী সরদার,জান্নাত আলী শেখ, দীলিপ দাস,মহিলা আওয়ামী লীগের সভাপতি লংবতি ত্রিপুরা, আদরলতা তংচঞ্চ্যা, মংএতি মারমা,ধনরাম কর্মকার, আবু মুছা, আংসুইচিং মারমা বিজয়, ফোরকান হোসেন মুন্না, জয়নুল আবেদীন তালুকদার,সহ সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।