নিউজ ডেস্ক :
গতকাল ২৪/৬/২২ তারিখ রাত ০২ঃ১৫ ঘটিকায় ঈশ্বরদী থানার টহল টিম ডিউটি করা কালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, চর মিরকামারী পশ্চিমপাড়া শাকড়েগাড়ি মোড় ওয়াপদার উত্তর পাশে একদল দুস্কৃতিকারী একটি ট্রাক সহ অবস্হান করছে।
তাৎক্ষনিকভাবে অভিযান পরিচালনা করলে ডাকাতদলের সদস্যরা পালানোর চেষ্টা করলে পুলিশ দুইজনকে আটক করে, বাকিরা পালিয়ে যায়।পুলিশের উপস্থিতিতে আশেপাশের লোকজন এগিয়ে আসলে তাদের সম্মুখে তল্লাশি করে আসামী জাহাঙ্গীর (৪০) পিতা মধু মিয়া, সাং গোয়ালপাড়া থানা,পলাশবাড়ি জেলা গাইবান্ধা এবং মেহেদুল মিদুল(২৯) পিতা জাহিদুল কুকি জীবনপুর থানা- শিবগঞ্জ, জেলা- বগুড়ার শরীর তল্লাশি করিয়া একটি সচল ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এবং তাদের দেয়া তথ্যর ভিত্তিতে ট্রাক তল্লাশি করিয়া দুই গাছি দড়ি, একটি কাটার, ০৫ টি ছোরা, ০১ টি চাপাতি, ০১ টি লোহার দন্ড এবং ডাকাতির কাজে ব্যবহৃত ট্রাক টি জব্দ করা হয়।
আসমীদের নিকট থেকে তাদের বেশ কয়েকজন পলাতক সহযোগীর নাম ঠিকানা পাওয়া যায়। যাচাই করে দেখা যায় আসামী জাহাঙ্গীর এর বিরুদ্ধে দেশের বিভিন্ন জায়গায় চুরি, ডাকাতি, বিশেষ ক্ষমতা আইনে, ২১(একুশ )টি মামলা বিচারাধীন আছে।
আসামীদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় ডাকাতির প্রস্তুতি এবং অস্ত্র আইনে পৃথক দুটি মামলা রুজু করা হয়েছে। পলাতক আসামীদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত আছে।
Leave a Reply