সুমন খন্দকার, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি :
পদ্মা সেতুৃ শুভ উদ্বোধন উপলক্ষে ইসলামপুরে বর্ণাঢ্য আনন্দ মিছিল করেছে উপজেলা আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ উপলক্ষে শনিবার (২৫ জুন) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় থেকে এক বিরাট আনন্দ মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আলহাজ ফরিদুল হক খান দুলাল অডিটরিয়ামে গিয়ে শেষ হয়। আনন্দ মিছিল শেষে উপজেলা প্রশাসনের আয়োজনে পদ্মা সেতু উদ্বোধনের ভার্চুয়ালী অংশ গ্রহণ করেন নেতাকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পষিদের চেয়ারম্যান এড. এস.এম জামান আব্দুন নাছের বাবুল, জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও সরকারি ইসলামপুর কলেজের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, এম.এ সামাদ পারভেজ মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ জামাল আব্দুন নাছের চৌধুরী চার্লেস, আব্দুর রাজ্জাক লাল মিয়া, বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন স্বাধীন, সাধারণ সম্পাদক এড. আঃ ছালাম, সাংগঠনিক সম্পাদক ও পৌর মেয়র আব্দুল কাদের শেক, ভিপি জিয়াউল হক, ভাইস চেয়ারম্যান আব্দুল খালেক আকন্দ, মহিলা ভাইস চেয়ারম্যান রোজিনা আক্তার চায়ন, কৃষি বিষয়ক সম্পাদক কৃষিবিদ শফিকুর রহমান শিবলী, পৌর আওয়ামীলীগের সভাপতি শ্রী অংকন কর্মকার, সাধারণ সম্পাদক প্রভাষক খলিলুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি নুরে আজাদ ইমরান ও সাধারণ সম্পাদক আলহাজ মিয়াসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এতে অংশ গ্রহণ করে।
নেতাকর্মীরা বলেন, "৫২-তে ভাষা,৭১-এ স্বাধীনতা ও ২২-এ 'পদ্মা সেতু' সক্ষমতা "আজ গৌরব ও সক্ষমতার দিন। বঙ্গবন্ধুর ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণ "আমাদের কেউ দাবায়ে রাখতে পারবে না " যা প্রমাণ করে দিলেন বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী, দেশরতœ শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার প্রজ্ঞা, মেধা,মনন দিয়ে সকল ষড়যন্ত্র ও বাঁধা নস্যাৎ করে দিয়ে আবেগের, অনুভূতির স্বপ্নের পদ্মা সেতুর মাহেন্দ্রক্ষণ পাড়ি দিলেন। শেখ হাসিনা বিশ্ববাসীকে দেখিয়ে দিলেন বাঙালীরাও পারে। বাঙালীর সক্ষমতা, আত্মসম্মান ও মর্যাদার কর্মযজ্ঞ এ পদ্মা সেতু। বিশ্ব দরবারে বাংলাদেশ আজ সাহস ও সক্ষমতার শক্ত ভিতের উজ্জ্বল দৃষ্টান্ত।
অপর দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে বণার্ঢ্য রালী বের করা হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহা. তানভীর হাসান রুমানসহ সরকারি দপ্তরের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারারী।
সুমন খন্দকার
ইসলামপুর,জামালপুর।
২৫.০৬.২০২২