নিজস্ব প্রতিবেদক :
পাবনার সাঁথিয়া উপজেলা গৌরীগ্রাম ইউনিয়ন বালিয়াকান্দি গ্রামের মোঃ আলম হোসেনের সোনা মিয়া গরু দেখতে উৎসুক মানুষের ঢল নেমেছে।
আলম হোসেনের স্ত্রী শিখা খাতুন বলেন আমি ছোট বেলা থেকেই গরুটাকে অনেক আদর যত্ন করে লালন পালন করতেছি আদর করে গরুটার নাম রাখছি সোনা মিয়া।
সোনা মিয়া গরুটা শুধু নামে নয় দেখতে অনেক চমৎকার হওয়ার শতশত মানুষের মনের মাঝে দাগ কাটিয়েছেন।
কোরবানির ঈদ উপলক্ষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের উওরে আলম হোসেন বলেন গরুটা জন্মের পর থেকে আমি লালন পালন করে আসছি।গরুটার ওজন প্রায় ১৬-১৮ মন হবে।
গরুটা সব সময় দেশি খাদ্য ডেমা ঘাস,ছাল,ভুশি ইত্যাদি খায়। গুরুটা দেখতে অনেক বড় হওয়ার ২০২২সালের কোরবানির ঈদে নায্য মূল্য পেলে আমি বিক্রি করে দিতে চাই।
আর যদি আমি গরুটা নায্য মূল্যে বিক্রি করে দিতে পারি তাহলে প্রতি বছর বড় গরু পালন করতে আমার উৎসাহ বাড়বে।